৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই রমজান, ১৪৪৬ হিজরি

জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ শিবিরের


| PNN

২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ণ

সিলেট এমসি কলেজের ঘটনায় সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহনগর সভাপতি শাহীন আহমদ ও মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু্ এক যৌথ বিবৃতিতে বলেন।

সিলেট এমসি কলেজে গত ১৯ ফেব্রয়ারি দিবাগত রাতে শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্ধে হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় রাজনৈতিক মহল ফায়দা হাসিল করতে ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে আসছে। আজ সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলামের প্রদত্ত একটি বক্তব্য আমাদের নজরে আসে আমরা তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শিক্ষর্থীদের পারস্পরিক দ্ধন্ধকে সংঘবদ্ধ অপপ্রচারের মাধ্যমে ছাত্রশিবিরের ওপর দায় দিয়ে দেওয়ার অপচেষ্টা ইতোমধ্যে দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে। সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীরও এ অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হয়েছেন বলে আমরা মনে করছি।আমরা অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছি।