৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই রমজান, ১৪৪৬ হিজরি

জাবির ভর্তি পরীক্ষার ফলাফলে মাদ্রাসা শিক্ষার্থী লাবিবের চমক


| PNN

১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন লাবিব হাসান রিদওয়ান। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

জানা যায়, লাবিব হাসান রিদওয়ান নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল পৌরসভার ৬ নং ওয়ার্ডের মাওলানা রাকিব উদ্দিনের ছেলে। তার বাবা স্বনামধন্য একটি আলিম মাদ্রাসার আরবি প্রভাষক। লাবিব নোয়াখালীর দারুল আরকাম দাখিল মাদ্রাসার থেকে দাখিল পাস করেন। পরবর্তীতে ঢাকার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন।

লাবিব হাসান রিদওয়ান আজ মঙ্গলবার সকালে (১৮ ফেব্রুয়ারি) বলেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে কৃতজ্ঞতা আল্লাহর নিকট, এমন রেজাল্ট আমার অকল্পনীয় ছিল। জাবির রেজাল্ট শুনে তাই অসম্ভব রকমের ভালো লাগছে ৷ মুখিয়ে আছি সামনের বাকি রেজাল্টগুলোর দিকে। আমার বাবা-মা ও শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা।’

তিনি আরও বলেন, আমার আব্বু-আম্মুর প্রচেষ্টার কথা বলতেই হয়, তারা আমাদের সকল ভাই-বোনদের পড়াশোনার ব্যাপারে বিশেষ নজর দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এডমিশনের সময় আমার বড় ভাইয়ের পরামর্শে ফোকাস কোচিং সেন্টারের ফার্মগেট শাখায় ভর্তি হই। আমার পুরো এডমিশনের সময় আমার বড় ভাই সাফওয়ান আমাকে চোখে চোখে রাখেন। তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ছয়টি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত রয়েছে কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট।