জনবল সংকটে ধুঁকছে মৌলভীবাজার জনশক্তি অফিস
Desk Report | PNN
১৮ জুন, ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ণ
প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সংকটের কারণে মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আসা বিদেশ গমনেচ্ছুদের সঠিক সময়ে ডেটাবেজ নিবন্ধন কাজ ব্যাহত হচ্ছে। নিবন্ধনকারীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। তবে সমস্যা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস জেলা প্রশাসকের।
বিদেশ গমনেচ্ছুদের ভিসা প্রাপ্তির পর বৈধ পথে বিদেশ যাওয়ার নিশ্চয়তার জন্য এবং বিদেশ থাকাকালীন কোনো সমস্যার সম্মুখীন হলে দূতাবাস থেকে সার্বিক সহায়তা পাওয়ার লক্ষ্যেই ডেটাবেজ নিবন্ধন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। এতে বাধ্য হয়েই বিদেশ গমনেচ্ছুরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নাম-ঠিকানা সংবলিত ডেটাবেজ নিবন্ধন করে থাকেন।
২০০ টাকায় ব্যাংক ড্রাপট জমা দিয়ে রেজিস্ট্রেশনের পর ফিঙ্গার ইনপ্রেশন করতে হয় (ফিঙ্গারপ্রিন্ট)। এর পরপরই কর্তৃপক্ষ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড (স্মার্ট কার্ড) দিয়ে থাকে।
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিদেশ গমনেচ্ছুরা মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসেই তাদের নিবন্ধন করে থাকেন। তবে দীর্ঘদিন ধরে এ অফিসে লোকবল সংকট থাকায় বিদেশ গমনেচ্ছুরা সুষ্ঠু সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ১৯৯৫ সালের শুরু থেকে এ পর্যন্ত মাত্র পাঁচজন লোকবল দিয়ে এ অফিস চালাতে হচ্ছে। এতে সঠিকভাবে সেবা দেয়া যাচ্ছে না। পাঁচজন কম্পিউটার অপারেটর থাকার কথা থাকলেও মাত্র দুজন অপারেটর রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে সব কাজই তাদের করতে হচ্ছে। প্রচার-প্রচারণা ও বিভিন্ন তদন্ত কাজের জন্য দুজন উপসহকারী থাকার বিধান থাকলেও সেখানে একজনও নেই। জনশক্তি জরিপ কর্মকর্তা চারজনের জায়গায় রয়েছেন মাত্র একজন।
কর্তৃপক্ষ বলছে, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের গুরুত্বপূর্ণ আটটি পদ শূন্য পড়ে আছে। শুধু তা-ই নয়, নিজস্ব ভবন না থাকায় ভাড়া বাসায় গাদাগাদি করে অফিস চালাতে হচ্ছে। বসার জায়গা স্বল্পতার জন্য দুটি জেলার বিভিন্ন স্থান থেকে আসা নিবন্ধনকারীদের রাস্তা ও অফিসের সম্মুখে দাঁড়াতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, বিষয়টির খোঁজ নিয়ে সমস্যা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দুই শতাধিক বিদেশ গমনেচ্ছু ব্যক্তি প্রতিদিন ডেটাবেজ নিবন্ধন করতে এ অফিসে এসে ভিড় জমান।