৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে: হাসনাত আব্দুল্লাহ


| PNN

৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ

ছাত্র-তরুণদের সমন্বয়ে এ মাসেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবার বিষয়টি নিয়ে আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছেন।

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।’

এছাড়াও বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।