৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই রমজান, ১৪৪৬ হিজরি

ছাত্রদল-শিবিরের রেষারেষি কোনোভাবেই কাম্য নয়: রিজভী


| PNN

২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৬ অপরাহ্ণ

ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

এসময় রিজভী বলেন, সব দলেরই রাজনৈতিক ইতিহাস জাতি জানে। তাই সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসা উচিত। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে বর্তমান সরকার, তাদের জন্য এই সরকার উল্লেখযোগ্য কোনো কিছু করছে না।

তিনি বলেন, ২০০৭ সাল থেকে আন্দোলন শুরু হয়েছে, ২৪ এ এসে সেটার সমাপ্তি হয়েছে। বাংলাদেশের যত সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে, সবই পালিত হবে। কোনটাই বন্ধ হবে না। পরিকল্পিতভাবে আমাদের সংস্কৃতি বন্ধ করা যাবে না৷

রিজভী আরও বলেন, স্বৈরাচার হাসিনা বিদায় হলেও দেশের দিনমজুর মানুষ কষ্টে জীবন যাপন করছেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল আসলে স্বাগত জানাবে বিএনপি। কিন্তু সরকারের দায়িত্বে থাকা অবস্থায় নতুন রাজনৈতিক দল নিয়ে কাজ করা সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব হস্তান্তর করতে হবে।