চার বছরেও শেষ হয়নি পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন
Online Desk | PNN
২০ জুন, ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ণ
চার বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন। ফলে পর্যটনশিল্প বিকাশের কাজও শুরু করা যায়নি। বিশেষজ্ঞদের মতে, পর্যটনের জন্য সমন্বিত মহাপরিকল্পনা না থাকায় অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে। তবে দ্রুত পরিবেশবান্ধব, নিরাপদ ও টেকসই পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ ২০১৯ সালে দেওয়া হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইপি গ্লোবালকে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু করে তারা। তবে চার বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি কাজ।
এরই মধ্যে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের মতো পর্যটন কেন্দ্রগুলোর অবকাঠামো। তবে দেরি না করে পরিকল্পনা প্রণয়নের পরামর্শ বিশেষজ্ঞদের।
বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, চার বছর পেরিয়ে যাওয়ায় পর্যটনের গতিপ্রকৃতি অনেক বদলে গেছে। এরমধ্যে করোনাকালীন একটি সময় পার করতে হয়েছে। এখন সারা বিশ্বে পর্যটনের ফোকাস অন্যদিকে চলে গেছে। সেই ফোকাস কতটুকু প্রতিফলিত হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে তা দেখার ব্যাপার আছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী পর্যটন শিল্প বিকাশে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা জানান। পর্যটন প্রতিমন্ত্রী বলেন, লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি বলেন, পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ আসলে অনেক আগেই হয়ে যেত, কাজ শুরুর ১৮ মাসের মধ্যেই শেষ হয়ে যেত। এটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু করোনা এসেছে। এর কারণেই দেরি হয়েছে। তারপরও আমরা অনেকগুলো ওয়ার্কশপ করেছি। আমরা দ্রুতই এই মাস্টার প্ল্যানটা গ্রহণ করব। তারপরও এখানে অনেক সুপারিশ রয়েছে।
সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও পর্যটন শিল্পের বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।