১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজায় গণহত্যার প্রতিবাদে লোকোমাস্টারদের ব্যতিক্রমী উদ্যোগ


| PNN

৯ এপ্রিল, ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ট্রেনের হর্ন বাজানোর সিদ্ধান্ত নিয়েছেন লোকোমোটিভ মাস্টাররা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

তিনি ঢাকা পোস্টকে বলেন, ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আমরা ৯ এপ্রিল বেলা ১১টায় ৩০ সেকেন্ড হর্ন বাজানোর সিদ্ধান্ত নিয়েছি। সারা বাংলাদেশে যে লোকোমোটিভ যেখানে থাকবে (ট্রেনে, শেডে ও সান্টিংয়ে), একসঙ্গে ৩০ সেকেন্ড হর্ন বাজাবে। এটা আমাদের ইউনিয়নের সিদ্ধান্ত।

মুজিবুর রহমান বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা এই প্রতিবাদ করতে চাই। ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। সারা বিশ্বের মুসলমান ভাইদের আমরা এ বিষয়ের প্রতিবাদ করার অনুরোধ জানাচ্ছি।