১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে ভাড়া কেজিপ্রতি ৬.৭৫ টাকা নির্ধারণ


| PNN

২ মার্চ, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ

কৃষি বিপণন আইন অনুযায়ী দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের জন্য কেজিপ্রতি সর্বোচ্চ ৬.৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। রোববার (২ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৬ (খ) ধারাতে প্রদত্ত ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর থেকে দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের জন্য কেজিপ্রতি সর্বোচ্চ ৬.৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হলো। এ বিষয়ে আজ কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়েছে।