১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

কুয়েত প্রবাসীদের সুখবর দিল বাংলাদেশ বিমান


Online Desk | PNN

১৭ মে, ২০২৩, ২:১৭ অপরাহ্ণ

কুয়েত ঢাকা রুটে যাতায়তকারী প্রবাসীদের ব্যাগেজ সুবিধা ও মূল্য হ্রাসের সুখবর দিল বিমান বাাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাস থেকে প্রবাসীদের ৫ কেজি ব্যাগেজ ১৪ কুয়েতি দিনার, ১০ কেজি ১৯ কুয়েতি দিনার, ২৩ কেজি ৩২ কুয়েতি দিনার এবং ১ দিনার সার্ভিস চার্জ যাত্রীরা নিতে পারবেন। ইকনোমিক ক্লাসে ৫০ কেজি ব্যাগেজ ও ৭ কেজি হাতে এবং বিজনেস ক্লাসে ৬০ কেজি ব্যাগেজ ও ১০ কেজি হাতে নিতে বহন করতে পারবেন যাত্রীরা।

কুয়েত প্রবাসীরা বলেন, ‘অতিরিক্ত ব্যাগেজে দাম কমানোতে আমরা অনেক খুশি। এখন থেকে আমরা পরিবার ও প্রিয়জনদেন জন্য জিনিস নিয়ে যেতে পারব। আগে নির্ধারিত ওজনের বেশি হলে এবং ওজন চার্জ বেশি হওয়ার কারণে মালপত্র ফেলে যেতে হতো। কিন্তু এখন তা আর হবে না।’

তারা বলেন, বাংলাদেশ বিমানে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা ও ব্যাগেজের মূল্যহ্রাস সময় উপযোগী গ্রাহকের চাহিদা ছিল। এতে বাংলাদেশ বিমানে প্রবাসী যাত্রীদের যাতায়াত বাড়বে। কুয়েত থেকে ঢাকা এবং চট্টগ্রাম রুটে বিমানে আরও  ফ্লাইট বাড়ানো জরুরি।’

কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাদের যাত্রীদের অভিযোগ এবং চাহিদা দ্রুত সমাধানের চেষ্টা সবসময় অব্যাহত থাকে। অতিরিক্ত ব্যাগেজ সুবিধা ও ব্যাগেজে মুল্যহ্রাস করেছি। বহিবিশ্বে লাল সবুজ পতাকাবাহী বাংলাদেশ বিমান আমাদের নিজেদের বিমান। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের নিয়মিত বাংলাদেশ বিমানে যাত্রায়তের আহ্বান জানাই।’