১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কাবা শরীফে চলছে তারাবির নামাজের প্রস্তুতি


| PNN

২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ণ

পুরোদমে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের তারাবির নামাজের প্রস্তুতি চলছে পবিত্র কাবা শরীফে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কাবার আশপাশের অবকাঠামোর ছাদে বিছানো হয়েছে নতুন কার্পেট। যেগুলোতে বসে নামাজ পড়বেন মুসল্লিরা। দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ কয়েকটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, সবুজের রঙের কার্পেটে মোড়ানো হয়েছে কাবার আশপাশের অবকাঠামোর ছাদ।

এদিকে কাল শুক্রবার সৌদিতে পবিত্র রমজান মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। সাধারণ মানুষকে ইতিমধ্যে দেশটির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। গত ৯ ফেব্রুয়ারি সৌদির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এতে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

তিনি আরও জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।

রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে।