৩০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কাগুজে বোর্ডিং পাস বাদ দিচ্ছে এমিরেটস এয়ারলাইন্স


Online Desk | PNN

২৬ মে, ২০২৩, ২:১০ অপরাহ্ণ

কাগুজে বোর্ডিং পাসের যুগ থেকে বের হচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স। দুবাই থেকে ভ্রমণকারী অধিকাংশ যাত্রীদের কাগজে বোর্ডিং পাসের পরিবর্তে দেওয়া হচ্ছে মোবাইল বোর্ডিং পাস। 

এমিরেটস বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল থেকে যারা ভ্রমণ করছেন তাদের এসএমএস বা ই-মেইলের মাধ্যমে বোর্ডিং পাস দেওয়া হচ্ছে।

তারা জানান, অনলাইনে চেকইন করা যাত্রীরা তাদের অ্যাপল অথবা গুগল ওয়ালেটে বোর্ডিং পাসটি লোড করে নিতে পারেন অথবা এমিরেটস অ্যাপ থেকে সংগ্রহ করতে পারেন। চেকড-ইন ব্যাগেজ রিসিটও যাত্রীদের ই-মেইলে পাঠানো হচ্ছে এবং প্রয়োজনে এমিরেটস অ্যাপেও পাওয়া যাচ্ছে। ডিজিটাল বোর্ডিং পাস চালুর ফলে এক দিকে যেমন কাগজের অপচয় কমছে তেমনি যাত্রীরা পাচ্ছেন সুবিধাজনক ও দ্রুত ডিজিটাল অভিজ্ঞতা। বোর্ডিং পাস হারিয়ে ফেলার বিড়ম্বনা থেকেও মুক্তি পাচ্ছেন যাত্রীরা।

ভবিষ্যতে তাদের অধিকাংশ বিমানবন্দরে এভাবে মোবাইল বোর্ডিং পাস দেওয়া হবে।

উল্লেখ্য, এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে।