১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৭ হিজরি

কক্সবাজার রুটের টিকিট কিনলেই ২ রাতের হোটেল ফ্রি


Online Desk | PNN

১৭ মে, ২০২৩, ২:১০ অপরাহ্ণ

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সব রুটের টিকেটের মূল্যে ১৫% ছাড় এবং কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকিট কিনলে দুই রাত হোটেলে থাকার ফ্রি অফার ঘোষণা করেছে। এছাড়াও স্মাইলস সদস্যদের জন্যও আকর্ষণীয় অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার এ বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অফারগুলো উপভোগ করতে ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩’র নভোএয়ারের প্যাভিলিয়নে এসে টিকিট ক্রয় করতে হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী ১৮ মে থেকে ২০ মে পর্যন্ত এই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।

কক্সবাজারে দুই রাতের হোটেল ফ্রি অফারটি উপভোগ করতে নভোএয়ারের কক্সবাজার রুটে দুই জনের জন্য যাওয়া-আসার টিকিট ক্রয় করতে হবে এবং ২৫ জুনের মধ্যে ভ্রমণ করতে হবে।

ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ৯টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, সীগাল হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সী প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল কল্লোল। এছাড়াও অন্যান্য হোটেলের সঙ্গে নভোএয়ারের ভ্রমণ প্যাকেজ রয়েছে।