৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই রমজান, ১৪৪৬ হিজরি

ওসি ও গোয়েন্দা পরিদর্শকসহ ৪ পুলিশ কারাগারে


| PNN

২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় গাজীপুর কোনাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা গোয়েন্দার পরিদর্শক ও দুই কনস্টেবলসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী মাসে তাঁদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হাতে তুলে দেওয়া হয়। কারাগারে পাঠানো পুলিশ সদস্যরা হলেন গাজীপুর কোনাবাড়ী থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীব।

জানা যায়, গাজীপুরের কোনাবাড়ীতে গত বছরের ৫ আগস্ট কলেজছাত্র মো. হৃদয়কে হত্যার মামলার আসামি ছিলেন তাঁরা।