১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রমজান, ১৪৪৬ হিজরি

এমন কাজ করবেন না যাতে এত দিনের সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়: খালেদা জিয়া


| PNN

২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনাদের এত দিনের সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়।’ আজ বৃহস্পতিবার দলের বর্ধিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, ‘আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও সব সময় আপনাদের পাশেই আছি।’

ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দেশ সংকটময় সময় অতিক্রম করছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।

বিএনপির প্রধান বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন, সম্প্রতি জুলাই আগস্টে ফ্যাসিবাদের ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও সব সময় আপনাদের পাশেই আছি।

খালেদা জিয়া বলেন, দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং অসংখ্য নেতা-কর্মী প্রাণ দিয়েছেন, গুম নির্যাতনের শিকার হয়েছেন, সোয়া লাখ মামলায় জড়িয়ে ন্যায়বিচারের জন্য এখনো আদালতের বারান্দায় দৌড়াচ্ছেন, আপনাদের গণতন্ত্রের জন্য এই ত্যাগ শুধু দল নয়, এই জাতি চিরকাল স্মরণ রাখবে।