২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

একঝাঁক তরুণের উদ্যোগে গাছে গাছে সবুজ হচ্ছে সাগরনাল


এমদাদুল হক | PNN

৬ জুন, ২০২৪, ৩:০৪ অপরাহ্ণ

পুরো একটা ইউনিয়নকে গাছে গাছে সবুজ করার উদ্যোগ নিয়েছেন কিছু তরুণ। হাজারো গাছে সবুজায়িত হবে মৌলভীবাজারের জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়ন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, সড়কের পাশে, বিভিন্ন পরিত্যক্ত-পতিত জমিতে ও মানুষের বাড়ির আঙিনায় বিভিন্ন প্রজাতির ৩০০০ চারা গাছ লাগানো হবে। সবুজায়নের এ ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসা পাচ্ছে সর্বত্র।

 

অরাজনৈতিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিক ভাবে গত ১২ এপ্রিল আত্মাপ্রকাশ করে “গ্রীন সাগরনাল প্রজেক্ট”। গ্রীন সাগরনাল প্রজেক্ট কার্যক্রমের পরিচালক ও প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আমির হোসেন। তিনি জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জন, পরিবেশ রক্ষা ও অরাজনৈতিক সংগঠন হিসাবে এবছর ৩০০০ চারা রোপণ করা পরিকল্পনা করা হয়েছে। ধাপেধাপে সাগরনাল ইউনিয়ন এর সকল সড়ক,রাস্তা ও প্রতিষ্ঠান সমূহে বৃক্ষরোপণ করা হবে।

 

সাড়াজাগানো এ কর্মসূচির অর্থ সমন্বয়ক কাওসার রাহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক আরমান রাব্বি (নয়ন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক রাকিব আহমদ, তামিম খাঁন, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক তাজেল আহমেদ, নুরুল ইসলাম, শাকিল আহমদ, পরিচর্চা বিষয়ক সমন্বয়ক মুন্না আহমদ, সাইদুল ইসলাম ও ১৫ টি টিম সমন্বয়ককে নিয়ে “গ্রীন সাগরনাল প্রজেক্ট” পরিচালনা পরিষদ গঠিত হয়।

 

গ্রীন সাগরনাল প্রজেক্ট এর সুধীজনরা এ উদ্যোগের প্রশংসা করেন। তারা মনে করছেন, পরিবেশ রক্ষায় একসঙ্গে এত গাছ লাগানোর উদ্যোগটি বেশ কাজে লাগবে। তবে গাছ রোপনের পর যেন এর তদারকি সঠিকভাবে করা হয়, সে বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান তারা।

 

সরেজমিন সাগরনাল ঘুরে দেখা যায়, রাস্তার দুই ধারে লাগানো বিভিন্ন প্রজাতির চারাগুলোকে রক্ষায় চলছে খাঁচা, খুঁটি লাগানোসহ পানি দেওয়ার কাজ। আম, জাম, কাঁঠাল, অর্জুন, আকাশমণি, আমলকীসহ নানা জাতের ফুল, ফল ও ঔষধি গাছের পরিচর্যায় স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে প্রজেক্টের লোকজন।

 

প্রজেক্ট কার্যক্রম পরিচালক ও প্রধান সমন্বয়ক আমির হোসেন বলেন, ‘৩০০০ চারা লাগিয়ে চমক দেখানোই বড় কথা নয়, সাগরনালকে সুনিবিড় ছায়াতলে রূপান্তর করাই উদ্দেশ্য। সব স্তরের মানুষ এখন এসব গাছ রক্ষায় সহায়তা করছে।’

 

আমির হোসেন আরও বলেন, বৃক্ষরোপন কর্মসূচি একাটি মহৎ উদ্যোগ, একমাত্র গাছ লাগানোর মাধ্যমে জলুবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব। এখন চলছে গাছগুলোকে রক্ষার সংগ্রাম। পরিচর্যার অংশ হিসেবে সব গাছে লাগানো হচ্ছে খুটি। নিয়মিত দেওয়া হচ্ছে পানি। এলাকা ও দায়িত্ব ভাগ করে ১৫টি টিম অংশ নিচ্ছে এ কাজে।

 

ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার আগাম প্রস্তুুতি গ্রহণ, প্রকৃতির সৌন্দর্য্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে আজীবন মেয়াদী এই ব্যতিক্রমী উদ্যোগ চলবে বলেও জানান আমির হোসেন।