১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

ঈদে পর্যটক বরণের অপেক্ষায় রাঙামাটি


Desk Report | PNN

২৬ জুন, ২০২৩, ৫:৩৫ পূর্বাহ্ণ

ঈদের ছুটিতে পর্যটক বরণের অপেক্ষায় রাঙামাটির ব্যবসায়ীরা। ঈদ উপলক্ষে নতুন রূপে সেজেছে হোটেল-মোটেল রিসোর্টগুলো। আর আগত পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশও।

 

বর্ষায় সবুজ পাহাড় বুকে চলে মেঘের লুকোচুরি। আর চলতি বর্ষায় প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির সুবলং, ধুপপানিসহ শত ঝরনা। সেই রূপ উপভোগ করতে ছুটে আসছেন দর্শনার্থীরা।

এবার ঈদের ছুটিতে রাঙামাটি জেলায় পর্যটকের এ চাপ কয়েকগুণ বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। তারা বলেন, সবুজ পাহাড়, দুরন্ত ঝরনার জলে গা ভেজাবেন পর্যটকরা। তাতেই দূর হবে নগরজীবনের ক্লান্তি।

পর্যটকদের বরণে প্রকৃতির কোলে গড়ে ওঠা রাঙামাটির কটেজগুলো পরিপাটি করে সাজিয়েছেন ব্যবসায়ীরা। বাদ যায়নি হাউসবোটও। ইতোমধ্যেই দেড় শতাধিক রিসোর্ট ও ৯টি হাউস বোটের ৭০ শতাংশ বুকিং হয়ে গেছে। পর্যটকদের বরণের প্রস্তুতি শেষে ক্ষণ গুনছেন তারা।

পর্যটন ব্যবসায়ীরা বলেন, ঈদ উপলক্ষে ইতোমধ্যে বেশির ভাগ রিসোর্ট বুকিং হয়ে গেছে। এবার বর্ষার সময় ঈদ হওয়ায় প্রকৃতির রূপ উপভোগ করতে প্রচুর পর্যটক আসবে।

এদিকে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশও দায়িত্ব পালন করবে বলে জানান রাঙামাটি ট্যুরিস্ট পুলিশ জোনের উপপরিদর্শক মো. আইয়ুব আলী।

তিনি বলেন, জেলা পুলিশের সহায়তা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে ট্যুরিস্ট পুলিশ। এ ছাড়া কোনো প্রকার সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।