৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৭ হিজরি

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ট্রাক-লরি চলাচলে নিষেধাজ্ঞা


| PNN

২৩ মার্চ, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল নিষিদ্ধ করেছে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়। একই নিষেধাজ্ঞা থাকবে ঈদের পরের তিন দিনও। সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জসীম উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনার তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে ৯ মার্চ এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে, ২৫ থেকে ২৮ মার্চ এবং ঈদের পরের তিন দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।