১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসরাইল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন


আন্তর্জাতিক ডেস্ক | PNN

১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশসহ ১৪২টি দেশ ইসরাইল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করেছে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল সমর্থনে গৃহীত হয় এ প্রস্তাব। ভোটে ১৪২টি দেশ পক্ষে ভোট দেয়, যা মধ্যপ্রাচ্যে শান্তির পথে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সুস্পষ্ট সমর্থন দিয়েছে। তারা বলেছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি এখন আরও জোরালো হলো।

ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ জাতিসংঘের এই সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এটি দখলদারিত্ব শেষ করার এবং আমাদের স্বাধীন রাষ্ট্র অর্জনের পথে একটি মাইলফলক। ঘোষণায় উল্লেখ করা হয়েছে, হামাসকে অবশ্যই সব জিম্মি মুক্ত করতে হবে। ৭ অক্টোবর বেসামরিক লোকদের ওপর হামলার জন্য হামাসকে নিন্দা জানানো হচ্ছে। গাজায় যুদ্ধ বন্ধ ও স্থায়ী শান্তির লক্ষ্যে সমষ্টিগত পদক্ষেপ নিতে হবে। ঘোষণাটি ইতিমধ্যে আরব লীগ সমর্থন করেছে এবং জুলাই মাসে ১৭টি সদস্য রাষ্ট্র এতে স্বাক্ষর করেছে।

অন্যদিকে ইসরাইল এ প্রস্তাবকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমরস্টেইন বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে একটি রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। তিনি বলেন, প্রস্তাবটি শান্তির সমাধান এগিয়ে নেয় না, বরং হামাসকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করছে। প্রকৃত সত্য হলো, জিম্মিদের মুক্তি ও নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানিয়ে হামাসই যুদ্ধের জন্য দায়ী।

এই ভোটের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আবারও জোরালোভাবে ফিরে এলো দুই রাষ্ট্র সমাধান। ফ্রান্স, সৌদি আরব ও তাদের অংশীদার দেশগুলো নিউইয়র্কে আসন্ন দুই রাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে এই পরিকল্পনা বাস্তবায়নের পথ খুঁজতে বসবে।