২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের বার্তা


Online Desk | PNN

২২ মে, ২০২৩, ২:২৭ অপরাহ্ণ

ইতালির সিসিলি দ্বীপের পালেরমো ও নিকটবর্তী এলাকায় বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ বার্তা দিয়েছে ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দূতাবাস, রোম-এর একটি ভ্রাম্যমান কন্সুলার টিম আগামী ২৭-২৮ মে ২০২৩ (শনিবার ও রবিবার) পালেরমো শহরের palazzo cefala,via alloro, 99,90133 ঠিকানায় সেবা প্রদান করবে।

কন্স্যুলার সেবা চলাকালীন সময়ে ২৭ মে ২০২৩ শনিবার বিকাল ৫টায় দূতাবাসের সেবা সংক্রান্ত জিজ্ঞাসা, সেবার মান উন্নয়ন, ইতালির সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগ, বৈধপথে রেমিটেন্স প্রেরণসহ বিভিন্ন বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হবে।