১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে তোহফা ‘এক নজরে হজ’


Desk Report | PNN

২৬ মে, ২০২৩, ২:২২ অপরাহ্ণ

হজযাত্রীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বিনীত তোহফা ‘এক নজরে হজ’। চার পৃষ্ঠার রঙিন এই লিফলেটটি আল্লাহর ঘরের মেহমানদের জন্য সেরা পাথেয় হতে পারে।
এতে ৮ জিলহজ থেকে ১৩ জিলহজ পর্যন্ত হজের দিনগুলোর সকল কার্যক্রম ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। দুই পাতার হওয়ায় এটি সবসময় আপনার সঙ্গে রাখতে পারবেন এবং যখনই প্রয়োজন হবে দেখে নিতে পারবেন।
আপনি এ বছরের হজযাত্রী হয়ে থাকলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসে উপস্থিত হয়ে বিনামূল্যে আপনার কপি সংগ্রহ করুন। আপনি কোনো হজ এজেন্সির মালিক হয়ে থাকলে কিংবা কোনো হজযাত্রীকে হাদিয়া দিতে চাইলেও আপনার প্রয়োজনীয় কপি ফাউন্ডেশনের অফিস থেকে সংগ্রহ করতে পারেন। যোগাযোগ: 09610001089
এছাড়াও “উমরাহ কীভাবে করবেন” বইটি কিনলেও সাথে এক নজরে হজ-লিফলেট হাদিয়া হিসেবে পাওয়া যাবে।