১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

আমেরিকায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা


Online Desk | PNN

১৭ মে, ২০২৩, ২:২৮ অপরাহ্ণ

মে মাসে চলতি সপ্তাহে ময়মনসিংহ বিভাগের ৭টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে আমেরিকায় উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গঠনে পূর্ব প্রস্তুতির জন্য ‘তথ্য ও পরামর্শ’ বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়।

আমেরিকান দূতাবাসের উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি ইএমকে সেন্টারের পরামর্শক  রেজওয়ান সিদ্দিকী এ কর্মশালার পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমেরিকায় উচ্চশিক্ষার নানাবিধ সুযোগ নিয়ে তথ্য প্রদান করা হয়।

কীভাবে আগ্রহী বিষয়ে রিসার্চে অংশগ্রহণ করতে হয় মাস্টার্স ও পিএইচডিতে ফান্ডিং পেতে কী কী বিষয় ভূমিকা রাখে এ ব্যাপারে শিক্ষার্থীদের প্রশ্নের আলোকে  দিক নির্দেশনা দেওয়া হয় এ কর্মশালায়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুত্ফুল হাসান, বিভিন্ন ডিপার্টমেন্টের ডিন, ডিরেক্টর, চেয়ার এবং প্রফেসর প্রোগ্রামে উপস্থিত ছিলেন। বক্তাগণ আমেরিকার ইউনিভার্সিটিতে ভর্তিতে আগাম প্রস্তুতির ব্যাপারে গুরুত্বারোপ করেন। এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ ময়মনসিংহ; মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ; বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ বলেন, এ ধরনের তথ্যের আগাম প্রবাহ শিক্ষার্থীদের উন্নত দেশে উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার আগ্রহ তৈরি হবে। আমেরিকান দূতাবাসের বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামে তরুণদের অংশগ্রহণ ও সুযোগ-সুবিধা বিষয়ও অবহিত করেন এ আমেরিকান স্টেট এলামনাই।

এছাড়া কর্মশালায় বিশ্বব্যাপী বিভিন্ন অলিম্পিয়াড, সায়েন্স ফেয়ার, স্কুল-কলেজের আর্টস এবং কালচারাল প্রোগ্রামে কীভাবে অংশগ্রহণ করতে হয় এবং বাজার চাহিদা অনুযায়ী কোথায়, কখন, কীভাবে তরুণ প্রজন্মরা তাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রবেশ করবে এ ব্যাপারে স্বচ্ছ ধারণা ও দিকনির্দেশনা প্রদান করেন ইএমকে সেন্টারের পরামর্শক।