১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রমজান, ১৪৪৬ হিজরি

আমিরাতে শ্রমিকদের জন্য মধ্যাহ্ন বিরতি শুরু


Online Desk | PNN

১৮ জুন, ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য বৃহস্পতিবার (১৫ জুন) থেকে মধ্যাহ্ন বিরতি চালু হয়েছে।

মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স (MOHRE) সবার মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে সতর্ক বার্তা পাঠাচ্ছে যে, আমিরাতের শ্রমনীতির অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করেছে মানবসম্পদ মন্ত্রণালয়।

মানবসম্পদ মন্ত্রী নাসের বিন থালি আল হামলি এক ঘোষণাপত্রে উল্লেখ করেন, প্রতি বছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে তখন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিগত ১৭ বছর ধরে মধ্যাহ্ন বিরতি চলে আসছে।

মানবসম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন মাস দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে। আইন অমান্যকারী কোম্পানিকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো শাস্তি দেওয়া হবে। পাশাপাশি শ্রমিকের ক্ষেত্রে ৫ হাজার দিরহাম জরিমানার আইন রাখা হয়েছে।