১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রমজান, ১৪৪৬ হিজরি

আনোয়ারুজ্জামানের প্রচারণায় অংশ নিতে দেশে যাচ্ছেন যুক্তরাজ্যের শতাধিক প্রবাসী


সংবাদ বিজ্ঞপ্তি | PNN

২২ মে, ২০২৩, ৫:৪০ অপরাহ্ণ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আনুয়ারুজ্জামানের পক্ষে নির্বাচনী প্রচারণায় যোগ দিতে যুক্তরাজ্যের দ্বিতীয় নগরী বার্মিংহাম থেকে শতাধিক প্রবাসী দেশে যাচ্ছেন। তারা নৌকা প্রতীকের সমর্থনে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার ঘোষণা দিয়েছেন। 

সোমবার (১৫ মে) স্থানীয় সময় রাত ১টায় বার্মিংহামের রিয়া লাউঞ্জে সিলেট নাগরিক কমিটির পক্ষে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেন ব্রিটেনের বার্মিংহাম প্রবাসীরা।

বিশিষ্ট কমিউনিটি নেতা তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিসবাহউর রহমান।

আনহার আলী ও মঈন চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. মিসবাউর রহমান বলেন, আজ বার্মিংহামে প্রবাসীরা নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। বার্মিংহামের শতাধিক রেমিটেন্সযোদ্ধা প্রমাণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য ব্যক্তির হাতেই নৌকা প্রতীক তুলে দিয়েছেন। আমার বিশ্বাস আমরা নৌকা তথা আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয় নিশ্চিত করেই ব্রিটেনে ফিরবো।

তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ ও প্রবাসে আনয়ারুজ্জামান চৌধুরীর মতো নিবেদিত একজন দক্ষ সংগঠককে সিলেটের মেয়রের প্রার্থী করায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশের বারবারের জননন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট প্রবাসীরা কৃতজ্ঞ।

ড. মিসবাউর রহমান বলেন- প্রিয় নেত্রী আপনি জেনে খুশি হবেন, ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম নগরী বার্মিংহাম থেকে আমরা শতাধিক প্রবাসী আপনার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামানের বিজয় নিশ্চিত করতে মে মাসেই নৌকার প্রচারণার জন্য দেশে আসবেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া, মোকদ্দস আলী, আবুল হুসেইন, আব্দুল বারী আজাদ, এমদাদুর রহমান সুয়েজ, জাহেদ ইকবাল সুনাম, সিরাজুল ইসলাম তসলু, আজম আলী, ম আ কাদির, খসরুজ্জামান, সায়েদ চৌধুরী ও জামিল আহমদ।

এছাড়া সভায় বিপুল সংখ্যক প্রবাসী কমিউনিটি নেতা উপস্থিত ছিলেন।