১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

আগামী সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতি: জো বাইডেন


| PNN

২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫২ পূর্বাহ্ণ

আগামী সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এনবিসির এক অনুষ্ঠান শেষে নিউইয়র্কে সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। খবর সিএনএনের

বাইডেন বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন, শিগগিরই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।

আগামী ১০ মার্চ থেকে এই অঞ্চলে রমজান শুরু। এর আগেই জিম্মিদের মুক্তি বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছেও বলেও জানান তিনি। জিম্মি মুক্তির বিষয়ে সবচেয়ে বেশি চাপের মুখে আছেন ইসারয়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বাইডেনের এই মন্তব্য এমন এক সময়ে এল, যার মাত্র কয়েক দিন পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে মিশিগান রাজ্যে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই রাজ্যে ফিলিস্তিনপন্থী ভোটাররা বাইডেনের ইসরায়েলপন্থী অবস্থানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। ভোটাররা হুমকি দিয়েছে, তারা প্রয়োজনে বাইডেনের পরিবর্তে একজন ‘অপ্রতিশ্রুতিশীল’ প্রেসিডেন্ট নির্বাচন করবেন।