১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

আকাশে দুই বিমানের সংঘর্ষ, পাইলট নিহত


Online Desk | PNN

৩ জুন, ২০২৪, ১:৪৫ অপরাহ্ণ

পর্তুগালে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। এতে এক পাইলট নিহত হয়েছেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, রোববার (২ জুন) দেশটির দক্ষিণাঞ্চলে পর্তুগিজ বিমানবাহিনীর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এয়ার শো চলছিল। এতে বেশ কয়েকটি বিমান অংশ নেয়। বিমানগুলো আকাশে বিশেষ কৌশল প্রদর্শনের সময় দুটির মধ্যে সংঘর্ষ হয়।

এরপরই বিমান দুটি ভূমিতে আছড়ে পড়ে আগুন ধরে যায়। স্থগিত করা হয় অনুষ্ঠান। এ সময়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাচ্ছে।

পরে দেশটির বিমানবাহিনী বিবৃতিতে বলে,অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, বিকেল ৪টা ৫ মিনিটে বেজা এয়ার শোতে দুর্ঘটনা ঘটেছে। এতে দুটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরই জরুরিভিত্তিতে উদ্ধারকাজ করা হয়।

আরও জানা গেছে, ইয়াকভলেভ ইয়াক-৫২ মডেলের বিমান দুটি সোভিয়েত আমলের প্রশিক্ষণ বিমান। নিহত পাইলট স্প্যানিশ নাগরিক।