১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ নামক অপশক্তি চিরতরে পচে গেছে


এমদাদুল হক, সম্পাদক ও প্রকাশক - PNN | PNN

১৮ নভেম্বর, ২০২৫, ৯:২৮ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ নামের এই অপশক্তি আজ ইতিহাসের ছেঁড়া পাতায় পরিণত হয়েছে।
চিরতরে পচে যাওয়া কোনো জিনিস নাড়াচাড়া করলে যেমন আরও বেশি দুর্গন্ধ বের হয়—
তেমনি তাদের ব্যর্থ রাজনীতি, লুটপাট, দুর্নীতি ও স্বৈরশাসনের অতীত ঘাঁটাঘাঁটি করলেও আজ আর কোনো লাভ নেই।

 

এদের নিয়ে সময় নষ্ট করা মানে নিজের শক্তি, মনোযোগ ও সম্ভাবনাকে অপচয় করা।
তাই এদের দিকে আর এক মুহূর্তের মনোযোগও দেওয়ার প্রয়োজন নেই।
দেশ এখন নতুন পথের সন্ধান পেয়েছে—
আর সেই নতুন পথের আলোয় দাঁড়িয়ে পুরোনো অন্ধকারকে আঁকড়ে থাকা শুধু বাড়তি বোঝা ছাড়া কিছু নয়।

 

যদিও কিছু অন্ধ সমর্থক এখনও সারাদেশে ছড়িয়ে আছে,
যারা হয়তো জাতীয় পার্টির মতোই দলটিকে কাগুজে অস্তিত্ব ধরে রাখতে সাহায্য করবে,
কিন্তু বাস্তব সত্য হলো—
এই দল আর কখনোই জনগণের আস্থা ফিরে পাবে না,
তাদের পক্ষে আর কখনোই রাষ্ট্রক্ষমতায় ফেরা সম্ভব নয়।
ইতিহাস ইতিমধ্যেই তাদের স্থায়ী পরাজয়ের সিলমোহর এঁকে দিয়েছে।

 

এখন সময়—
✔ সততার চর্চা
✔ দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলা
✔ সঠিক যোগ্য মানুষদের সামনে নিয়ে আসা
✔ এবং জনগণের সম্মিলিত শক্তিকে কেন্দ্র করে একটি নতুন ভবিষ্যৎ নির্মাণ করা

 

আমরা প্রত্যেকে আমাদের নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারলে
খুব দ্রুতই একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক, নিরাপদ ও আধুনিক বাংলাদেশ গড়ে উঠবে—
যেখানে দুর্নীতি, অন্যায় এবং স্বৈরাচারের কোনো জায়গা থাকবে না।

 

আজকের এই পরিবর্তনের মুহূর্ত আমাদের সামনে এক বিরল সুযোগ এনে দিয়েছে।
দেশপ্রেম, ঐক্য, ন্যায়বিচার এবং উন্নয়নভিত্তিক চিন্তাধারা নিয়েই
আমরা তৈরি করবো আগামীর বাংলাদেশ—
যেখানে প্রতিটি সকাল হবে আশা, সম্ভাবনা ও অগ্রগতির আলোয় উদ্ভাসিত, ইনশাআল্লাহ।