আইসিটির প্রজেক্টগুলো দুর্নীতির খাত ছিল: নাহিদ ইসলাম
| PNN
১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ণ

বিগত সরকারের আইসিটির (তথ্য-প্রযুক্তি) প্রজেক্টগুলো দুর্নীতির খাত ছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘এই প্রজেক্টগুলো আমরা যতটুকু পেরেছি রিভিউ করেছি। বেশির ভাগ প্রকল্পই প্রায় শেষের দিকে। টাকা যা যাওয়ার চলে গেছে।
আমরা এই খাতের জন্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি পরিকল্পনা করে যাব।’ আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
জুলাই অভ্যুত্থানের তথ্য সংরক্ষণের আহ্বান জানিয়ে ডিসিদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে জুলাই অভ্যুত্থানের অডিও-ভিজ্যুয়াল সংগ্রহের কাজ শুরু হবে এপ্রিলে। এই ধরনের বড় ঘটনার ক্ষেত্রে ইতিহাস সংরক্ষণ গুরুত্বপূর্ণ। জাদুঘরেও এগুলো সংরক্ষণ করা হবে।’
তিনি বলেন, ‘ডিজিটাইজেশন দুর্নীতি প্রতিরোধের একটা উপায় হতে পারে। এই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। এ ক্ষেত্রে আমাদের সময় লাগবে। মন্ত্রণালয়ে যদি ই-নথি চালু করা যায়, পরবর্তীতে মাঠ পর্যায়েও চালু করা যাবে।’
তিনি আরো বলেন, ‘বড় প্রকল্প নেওয়া এই সরকারের প্রধান প্রায়োরিটি নয়ে। যেহেতু আমরা একটা সাময়িক সময়ের জন্য আছি। তবে আমরা কৌশলগত পরিকল্পনা করে যেতে পারি।’