৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখন সময়ের দাবী: সমন্বয়ক আব্দুল কাদের


| PNN

২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ

দেশজুড়ে অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। দ্রুত গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে মন্তব্য করেন তিনি। রবিবার (২৩ ফেব্রুয়ারি) তার ফেসবুক পেইজ থেকে পোস্ট করা একটি স্ট্যাটাসে সমন্বয়ক এ কথা বলেন।

আব্দুল কাদের তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘দেশে ছিনতাই-ডাকাতি বেড়ে গেছে অস্বাভাবিক হারে! জনমনে একটা আতঙ্ক বিরাজ করতেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো এখন সময়ের দাবী।’’

ক্রমবর্ধমান অপরাধের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে আরো তৎপর না হলে অপশক্তিরা পরিকল্পিতভাবে এই পন্থায় আগাবে। এখনি শক্ত হাতে এদেরকে দমন কর‍তে না পারলে; পরে ভয়াবহ আকার ধারণ করবে। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করুক।’