৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নৌবাহিনী প্রধানের কৃতজ্ঞতা


| PNN

২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ

বিডিআর বিদ্রোহে নৃশংসভাবে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করার ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ২০০৯ সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহিদ অফিসারদের স্মরণে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেন, বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বিডিআর বিদ্রোহের সকল শহীদদের। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এই ভয়ংকর পরিস্থিতির শিকার হয়ে আমাদের মাঝে বেঁচে আছেন আমি তাদের সকলের প্রতি আমার সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করছি। আপনাদের যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়। সেটা পূরণ করার ক্ষমতা বা সক্ষমতা আমাদের কারোর নেই।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন অফিসারের সঙ্গে আমার পরিচয় ছিল, আমরা একসঙ্গে চাকরি করেছি। তাদের সঙ্গে পারিবারিক দিক থেকে আমি অনেক ঘনিষ্ঠ ছিলাম। মিলিটারি একাডেমি এবং স্টাফ কলেজে অনেকের সঙ্গে চাকরি করেছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তারা এই দিবসটিকে জাতীয় সেনা দিবস হিসেবে ঘোষণা করেছেন। আমি মনে করি যে অপূরণীয় ক্ষতি হয়েছে ব্যক্তি,পরিবারের, বাহিনী এবং দেশের তার কিছুটা হলেও স্বীকৃতি মিলেছে বলে আমার বিশ্বাস।

যে নিরপেক্ষ তদন্ত কমিশন হয়েছে আমরা তাদের সঙ্গে সহযোগিতা করবো। দেরি হলেও যেন সত্যি ঘটনাটা সবার সামনে প্রকাশিত হয় এবং সুবিচার যাতে নিশ্চিত করা যায়। বাহিনী ত্রয়ের পক্ষ থেকে আমরা সকল প্রকার সহযোগিতার আশ্বাস এবং নিশ্চয়তা প্রদান করছি। বাংলাদেশের নাগরিক হিসেবে সকলে দেশের জন্য কাজ করব। বাংলাদেশের ইতিহাসে আর যেন এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড না ঘটে।